ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গত রোববার রাত দুইটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, নিহত নারী রাস্তায় ঘুরে বেড়ানো পাগল বলে ধারণা করা হচ্ছে। রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ভোরে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখেন। লাশের মাথা ও পেটে ট্রেনে কাটা পড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, লাশ শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত