গৃহবধূর মুক্তির দাবিতে সমাবেশ, গণস্বাক্ষর
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে প্রতারণা মামলার ফাঁদে ফেলে এক গৃহবধূকে কারাগারে পাঠানোর ঘটনায় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সোমবার উপজেলার কচুয়া-মহানন্দপুর সড়কের বেপারীপাড়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী পরিবার ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়।
এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বিবাদী আলেয়া আক্তার ন্যায়বিচার চেয়ে নাজমা আক্তার (অ্যাড.) ও মাসুদুল হক রতনের (অ্যাড.) বিরুদ্ধে টাঙ্গাইল জেলা বার সমিতিতে লিখিত অভিযোগ করেছেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শাহাদত হোসেন শাহজাহান, কালিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান আলী, নারী ইউপি সদস্যা রুমা আক্তার, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মামুন সিকদার, জয়নাল আবেদীন, সোহরাব আলী, বেলায়েত হোসেন প্রমুখ।
এলাকাবাসী জানান, ময়মন ও তার পরিবারের লোকজন মামলাবাজ। তারা অন্য উপজেলার বসতি, সেখানেও তাদের নামে নানা অভিযোগ রয়েছে। এখানে এসেও তারা মানুষকে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে। কারাগারে থাকা আলেয়ার স্বামী প্রবাসী মিনহাজ মিয়া বলেন, ব্ল্যাংক চেকের মাধ্যমে আমার স্ত্রী ১ লাখ টাকা এনেছিল ময়মনের কাছ থেকে। কিন্তু মামলার বাদী রতন নামের এক ব্যক্তি, যাকে আমরা চিনি না। এখানে ময়মন ও তার মেয়ে নাজমা ওই ব্যক্তিকে দিয়ে ১৫ লাখ টাকা প্রতারণার মামলা করিয়েছে। এদিকে এই প্রতারণা ও মিথ্যা মামলার বিরুদ্ধে এলাকার অন্তত দুই শতাধিক নারী-পুরুষ গণস্বাক্ষর দিয়েছেন। এ বিষয়ে ময়মন বলেন, মিনহাজও তার স্ত্রী কয়েক দফায় আমার মাধ্যমে ৫ লাখ টাকা নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেছে। আমি তাদের কাছে এখনো ৩ লাখ ৩০ হাজার টাকা পাই।