ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজ

নেত্রকোণায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজ

নেত্রকোণা জেলা শহরের মগড়া নদীর উপর দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সদর থানার সামনে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই ব্রিজটি। জানা যায়, নেত্রকোণা শহরটিকে সাপের মতোই পেঁচিয়ে আছে মগ্রাসহ অন্য একটি নদী। শহরের ভেতরে এক মহল্লা থেকে অন্য মহল্লায় যেতে বার বার নদী পার হতে হয়। এ কারণে শুধু মগ্রা নদীর উপরই নির্মাণ করা হয়েছে ৭টি ব্রিজ। শহরের থানার সামনে ১৯৯২ সালে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সরু হওয়ায় মানুষের দুর্ভোগেরও কারণ ছিল ব্রিজটি। জায়গাটি শহরের মাঝামাঝি ও খুবই খোলামেলা। বিভিন্ন কারণে ওই বেইলী ব্রিজটি ভেঙে একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণের দাবি ছিল শহরবাসীর। শহরবাসীর দাবি ও ব্রেইলি ব্রিজটি নড়বড়ে হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এখানে আর্চ স্টিল ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সওজ। নেত্রকোণা সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র জানান, বেইলি ব্রিজটি ছিল খুবই সরু। এ জন্য যানজট লেগেই থাকতো। বিঘ্নিত হতো জনসাধারণের চলাফেরা। এছাড়া, দীর্ঘদিন আগে নির্মিত হওয়ায় যানবাহনের চাপে স্টিলের অনেক পাত ভেঙে গিয়ে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জনসাধারণের দাবি ও ব্রিজের দূরাবস্থা বিবেচনায় এখানে আর্চ স্টিল ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজের দৈর্ঘ্য হবে ৫৬ মিটার, আর ফুটপাতসহ প্রস্থ ১১ দশমিক ৮০ মিটার হবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৮২ লাখ টাকা। মেসার্স কনক্রিট এন্ড স্টিল টেকনোলজিস লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজের বাস্তবায়ন করছে। নেত্রকোণা সওজের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন জানান, থানার সামনে আর্চ স্টিল ব্রিজ নির্মাণ করা হবে।

এরই মধ্যে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। ব্রিজের বিশেষ দিক হচ্ছে- দুপাশে দুটি পিলার থাকবে, মাঝখানে কোনো পিলার থাকবে না। এটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আর্চ স্টিল ব্রিজের মতোই দৃষ্টিনন্দন হবে। নির্মাণ কাজ শেষ হলে জেলা শহরের যানজট ও জনদুর্ভোগ হ্রাস পাবে বহুলাংশে। এছাড়া, সারাদেশের সঙ্গে জেলার কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ এবং পাশর্^বর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও আর্থিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে। দুইবছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত