ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শামীম ওসমানসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যাচষ্টা মামলা

শামীম ওসমানসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যাচষ্টা মামলা

ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ এমকেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে ১৫৬ জনের বিরুদ্ধে আরো একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। একই অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ২০-৩০ জন নেতাকর্মীকে রাখা হয়। ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। 

এই মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছে- শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যক্তিরা। মামলাসূত্রে জানা গেছে, ২৫ জুলাই দুপুর ২টার সময়ে ছাত্র-জনতা চিটাগাংরোডে আন্দোলন করাকালীন সময়ে ১-১৫৬নং ও অজ্ঞাত আসামিরা আগ্নেয়াস্ত্র রিভলবার, পিস্তল, কাটা রাইফেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হোন। এরপর ১-১৫ আসামির নির্দেশে ও ১৬-৬৫নং আসামির অর্থায়নে ও ৬৬-৮০নং আসামির পরিকল্পনায় আন্দোলনরত মানুষের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। সে সময় ভুক্তভোগী সাব্বির গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঘটনাস্থলের কয়েক মানুষ নারায়ণগঞ্জ খানাপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত