মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া কলিমউল্লাহ (অনার্স) কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত সোমবার কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মদ খালেদা নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া কলিমউল্লাহ (অনার্স) কলেজ এডহক কমিটির সভাপতি এএফএম হামিদউল্লাহ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম মাসুম, প্রফেসর একেএম গিয়াসউদ্দীন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, বিশিষ্ট্য নাট্যকার রফিকুল্লাহ সেলিম, শফিকুল্লাহ মামুন ও বিদোৎসায়ী সদস্য অ্যাড মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানী ও ফরিদা ইয়াছমিন। বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার বিকল্প নেই। সবার লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে।