ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিদেশি সিগারেট জব্দ

বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙায় সেনা অভিযানে আনুমানিক ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতরাতে মাটিরাঙা জোন সদরের চেকপোষ্টে তল্লাশি চালিয়ে এ সব সিগারেট জব্দ করা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্র, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী একটি খালি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধ ভাবে আনা ৬ হাজার ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা।

এ বিষয়ে মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত