হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের গার্লস ইন স্কাউটস সদস্য প্রীতি দেব স্কাউটিংয়ে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রীতি দেবের প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার তথ্য দেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মো. সাইফুল ইসলাম ও বর্তমান রোভার মেট আল আমিন। এর আগে ২ জানুয়ারি প্রীতি দেবের মনোনয়নপত্র আসে। উপজেলার নিশাপট গ্রামের গোপেশ চন্দ্র দেব ও সুমা রানী দেবের কন্যা প্রীতি দেব হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে এইচএসসিতে অধ্যায়নরত। প্রীতি দেব ২০১৯ সালে স্কাউটসের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে ২০২২ সালে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের যোগ্যতা অর্জন করে আবেদন করেন।
পর্যায়ক্রমে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে অন্তর্ভুক্ত হন। রোভার মেট আল আমিন জানান, প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড হচ্ছে স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, যা রাষ্ট্রপতি প্রদান করেন।
ফলে নিঃসন্দেহে এটি স্কাউটদের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তাই প্রত্যেক স্কাউটের স্বপ্ন থাকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ার। জেলাতথা এ অঞ্চলে প্রথম সেই স্বপ্ন পূরণ হয়েছে প্রীতি দেবের।