সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে বড় ধরনের বিক্ষোভ করেছে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দশ সহস্রাধিক নেতাকর্মী। গত সোমবার নগরীর জোরপুকুরপাড় থেকে রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাজবাড়ি সড়কে এ ব্যতিক্রমী মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম। পরে মিছিলটি রাজবাড়ি রেলগেটে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বিএনপি নেতা নীনা মোস্তাফা, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, শামসুদোহা সরকার তাপস, অ্যাড. শরীফ উদ্দিন, রায়হান আল মাহমুদ রানা, যুবদল নেতা শরিফ আজাদ, ছাত্রদল নেতা ইমরান রেজা, মহিবুর রশিদ মারুফ, মাহফুজ খান প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায় হলে দেশবাসী স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা এরই মধ্যে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।