ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অস্ত্র ও মাদকসহ গৃহবধূ গ্রেপ্তার

অস্ত্র ও মাদকসহ গৃহবধূ গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, তিনটি কার্তুজ এবং ৫০ পিস ইয়াবাসহ রুশনী খাতুন (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রুশনী ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী। গতকাল রুশনীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে রুশনীর দেয়া তথ্য অনুযায়ী তার বসতঘরের মাটির মেঝে খুঁড়ে তোয়ালে মোড়ানো একটি প্লাস্টিকের বস্তা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। অভিযান চলাকালে রুশনীর স্বামী মাসুদ রানা পালিয়ে যায়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন- রুশনী ও তার স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। আসামির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি মাসুদ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়াও রুশনীর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত