ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার চার

বগুড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার চার

দুপচাঁচিয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ কালাম বাহিনীর সদস্য ২৭ মামলার আসামি আবুল কালাম, আব্দুর রহিম, ইয়াসিন ও বাবলু ওরফে বাবুকে নিজ নিজ বাড়ি থেকে বিভিন্ন অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। গত সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজার এলাকা থেকে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাত ১০টার দিকে দুপচাঁচিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, যৌথবাহিনীর একটি টহল দল ক্যাপ্টেন জিহানের নেতৃত্বে ৪টি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, ৮টি চাপাতি, ৯টি দেশীয় ছোড়া, ১টি রামদা, ২টি লম্বা দা ও আবুল কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের জিনিসপত্র জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত