বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের প্রথম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জাতীয়বাদী হোমিওপ্যাথিক চিকিৎসা দল কেন্দ্রীয় কমিটি। গত সোমবার পেকুয়ায় কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়াসিম ১৬ জুলাই ফেসবুক স্ট্যাটাস দিতে আন্দোলনে অংশগ্রহণে সবাইকে হালিশহরে উপস্থিত হওয়ার অনুরোধ করে নিজে সেখানে আসে এবং পুলিশের গুলিতে নিহত হয়। জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা সাংবাদিকদের বলেন, কতটা গভীর দেশপ্রেম থাকলে অনায়াসে জীবন বিলিয়ে দেয়া যায়? ওয়াসিম ছিল ততবড় দেশপ্রেমিক। ওয়াসিমের জন্য ছাত্রদল ধন্য; বাংলাদেশ গর্বিত। খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ এর সভাপতি রফিকুল ইসলাম রতন বলেন, ওয়াসিমের দেশপ্রেম আর সাহসিকতা বাংলার আপামর জনতার মুক্তির ইতিহাসে যুগ যুগ লেখা থাকবে । ওয়াসিমসহ যারা গণঅভ্যুত্থান সফল করতে জীবন দিয়েছ।

বাংলাদেশ তাদের কাছে চিরঋণী। এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মহি উদ্দিন, কক্সবাজার জেলা সভাপতি ডা. নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. হামিদুল হক, ডা. আবুল কালাম, ডা. আশেক উল্লাহ, ডা. মকসুদ আহামদ, ডা. মোকাদ্দেস আলম, ডা. অনুকুল, ডা. আতিক উল্লাহ।