বাবা-মাকে মারধর করায় কারাদণ্ড

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আপন জন্মদাতা বাবা-মাকে মারধর করায় ইসমাইল চৌধুরী মানিক (৩৬) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চাঁদপুর সদরের রামদাসদী গ্রামে। অভিযুক্ত মানিক ওই গ্রামের আজিজুল চৌধুরীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন ও সদর উপজেলার গোপনীয় শাখার সহকারী মামুনুর রশিদ।