ময়মনসিংহের ফুলপুর গত মঙ্গলবার ফুলপুর উপজেলায় লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দাওয়া ব্রিক্সসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।