সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নে সন্ত্রাসী কার্মকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পাঁজিয়া বাজারে ভূক্তভোগী মহির উদ্দীন বিশ্বাস দ সম্মেলনে এ দাবি করেন।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে ২০১৭ সালে ইউপি নির্বাচনে পাঁজিয়া ইউনিয়ন থেকে শফিকুল ইসলাম মুকুল অবৈধভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় হদ গ্রামের সিরাজুল সরদারের ছেলে নাজমুল হোসেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও তার ভাই আবু সাঈদ লাভলু উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়। সাবেক মন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেক ও শাহীন চাকলাদার এমপির সখ্যতায় তারা এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তাদের প্রধান কাজ ছিল বিএনপি ও জামায়াতের লোকদের বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন করা।
তারা ইউনিয়নের তিন শতাধিক নিরীহ মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িয়েছে। যা এখনো চলমান।
গত ২০১৭-১৮ সালে তারা বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে ৮৪ লাখ টাকা চাঁদা আদায় করেছে বলে ক্তভোগীদের অভিযোগ। তাদের এলাকায় ৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ছিল। এ বাহিনী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবর দখলসহ ভাঙচুর চালাতো। এ নিয়ে মামলা আদালতে বিচারাধীন।