ঢাকার আরিচা মহাসড়কসহ ফুটপাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
গতকাল বুধবার মানিকগঞ্জ জেলার ফুটপাতের হকার, বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও জেলা শহরের ফুটপাতের হকার, বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার ঢাকা-আরিচা মহাসড়কসহ শহরের যানজট নিরসন, যান চলাচল নির্বিঘ্ন করণ এবং ফুটপাত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং মানিকগঞ্জ সদর থানাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মানিকগঞ্জ জেলার হকার, বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনায় তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সে সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।