ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এনজিও কর্মীদের মারধর, দুই আসামি গ্রেপ্তার

এনজিও কর্মীদের মারধর, দুই আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর বেলতলা এলাকায় বেসরকারি ঋণদান সংস্থা টিএমএসএস’র কিস্তির টাকা আদায় করতে গিয়ে ৩ কর্মীকে আটকে রেখে মারপিট ও নারী কর্মীর শ্লীলতাহানীর অভিযোগে দায়ের করা মামলা ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের ফজিল উদ্দীনের ছেলে মো. সবুজ (৩৩) টিএমএসএস নামক এনজিও থেকে গত বছরের ১৮ জুলাই সার্ভিস চার্জসহ মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা ঋন গ্রহণ করে। পরে নিয়মানুযায়ী একটি কিস্তি পরিশোধ করার পর দীর্ঘদিন আর কোনো কিস্তি জমা করেননি। এ অবস্থায় গত বছরের ২৮ নভেম্বর ওই এনজিও’র মাঠকর্মী শাহিনের সাথে ঋন গ্রহীতা সবুজের দেখা হলে কিস্তির টাকা নেয়ার জন্য পরদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বলে। তার কথামতো পরদিন বিকালে মাঠকর্মী শাহিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে মারপিট করে পেছনের একটি গুদামে আটকে রাখে। কৌশলে শাহিন পার্শ্ববর্তী শাখার রবীন্দ্রনাথ ও কুলসুমকে তার আটকের বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সবুজ তাদেরও আটক করে মারপিট করে কুলসুমের শ্লীলতাহানি ঘটিয়ে নগদ অর্থ ও স্বার্ণালংকার ছিনিয়ে নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত