ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সেতুর সংযোগ সড়ক নেই

সেতুর সংযোগ সড়ক নেই

সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। সেতুর দুই পাশের মাটি ভরাট না থাকায় সেতুটি কোনো কাজে তো আসছেই না উল্টো এতে চরম ভোগান্তিতে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া ও কাঠালিয়াসহ আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। জানা যায়, এলজিইডির অর্থায়নে ২০২৪ সালে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে হুরুয়া ও কাঠালিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণের পর থেকে অদ?্যাবধি সেতুর গোড়ায় মাটি না দেয়ায় অকেজো হয়ে পড়ে আছে সেতুটি অথচ ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ কাজ না করেই তালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, সংযোগ সড়কের অভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে না অসুস্থ রোগীসহ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে ব্রীজের সংযোগ সড়কটি চালু না করে দেয়ায় তারা স্থানীয় জনপ্রতিনিধি ও ব্রিজের ঠিকাদারের অবহেলাকেই দায়ী করেছেন। অন্যদিকে সংযোগ সড়কটির কাজ শেষ না করায় স্থানীয় জনপ্রতিনিধিরা দোষছেন ঠিকাদারসহ সংশ্লিষ্টদের। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, আমিও আমার পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতেছি। এলাকার মানুষের ভোগান্তি নিরসনে আমিও চাই এ কাজটা যাতে দ্রুত সম্পন্ন হয়। নবীনগর উপজেলার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আল আমিন জানান, গত বছর সেতুটির কাজ শেষ হলে বর্ষার পানি চলে আসে, যার ফলে সংযোগ সড়কের কাজটি করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঠিকাদারের সাথে আমার কথা হয়েছে, তারা আগামী সপ্তাহে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। তানাহলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। নবীনগর উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন জানান, এ ব্যাপারে আমার ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। কাজ শেষ না করায় আমরা ঠিকাদারের পুরো বিল দেইনি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে সংযোগ সড়কের কাজটি শুরু করে পুরো কাজটি সম্পন্ন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত