লালমনিরহাটে আলুর বাম্পার ফলনে খুশি কৃষক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জেলা প্রতিনিধি

আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাটে আলুর বাম্পার ফলন হয়েছে। খেত থেকে আগাম আলু তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন এ জেলার আলু চাষি ও কৃষক-কৃষাণীরা। লালমনিরহাট জেলার ৫ উপজেলার কৃষকেরা এখন তাদের চাষ করা আলু ঘরে তুলে আনার জন্য ব্যস্ত সময় পাড় করছেন। এ জেলার মানুষের চাহিদার বেশি ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কথা বলেছেন এ জেলার দায়িত্বে থাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তারা। যদি আবাদি আলুর বাজার দর ঠিক থাকাসহ বিদেশে আলু রপ্তানি করা যায় তাহলে এখানকার কৃষকরা আলু চাষে লাভবান হয়ে ওঠবেন। লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার প্রায় সবগুলো গ্রামের কৃষক-কৃষাণী আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। আলু চাষি কৃষকেরা বলেন, বাজারে আগাম আলুর দাম ভালো পাওয়ায় আলু উত্তোলন শুরু করেছি। অন্যদিকে বর্তমানে আলুর মৌসুম থাকা সত্বেও বাজারে খুচরা ক্রেতারা কিনছেন ৩৫-৪০টাকা প্রতি কেজি আলু। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, এই আলু চাষে যেমন লাভবান হচ্ছেন চাষীরা, তেমনি এই অভাবের সময় আলু উত্তোলনের কাজ করে জীবন যাপন করছেন আলু খেতে কাজ করা দিনমজুররা। প্রসঙ্গত, এ বছর লালমনিরহাট জেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাজার মূল্য ভালো আছে।