জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আগামী নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা হয়েছে। গতকাল সমিতির হলরুমে এই আলোচনা সভা করা হয়। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়ার (জিপি) সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ঢালীর (স্পেশাল পিপি) সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হালিম হোসেন, সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান, জাকারিয়া মোল্লা, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমারত হোসেন প্রমুখ।