কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামে গাঁজা সেবনে বাধা দেয়ায় কৃষক আজিম উদ্দিন সরকারকে (৫৪) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার রাতে ওই কৃষক বাড়ি ফেরার সময় কয়েকজন যুবককে তার বাড়ির অদূরে গাঁজা সেবন করতে দেখে।
এ সময় তিনি গাঁজা সেবনকারীদের বাধা দেন। এক পর্যায়ে গাঁজা সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে। গতকাল বুধবার সকালে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তার হত্যার কারণ এখনো জানা যায়নি এবং এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।