ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মিল্কভিটার নতুন কমিটির মতবিনিময় সভা

মিল্কভিটার নতুন কমিটির মতবিনিময় সভা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন রমজান উপলক্ষে দুগ্ধ সংগ্রহ বৃদ্ধির জন্য বাঘাবাড়িঘাট, ভাঙ্গুড়া, লাহিড়ীমোহনপুর ও শাহজাদপুর পূর্বাঞ্চল এলাকার সমবায়ীদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দুপুরে মিল্কভিটা চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব গঠিত ওই কমিটির সদস্য জেড ওয়াই খান মজলিশের সভাপতিতে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই কমিটির সভাপতি কমান্ডার জাহিরুল আলীম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের উপ-সচিব ও কমিটির সদস্য আরমান হায়দার, ইউএনও কামরুজ্জামান, সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সভাপতি ও বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পরিচালক নজরুল ইসলাম নকির, প্রাথমিক সমিতির অ্যাড. রায়হান আলী, আব্দুর রউফ, আবুল কালাম আজাদ চৌধুরী, আরিফুজ্জামান আরিফ, মোস্তাফিজুর রহমান মনি প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত