পানি অপসন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের সহায়তায় পানির অপসন কমিটির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন গতকাল বৃহস্পতিবার উত্তর বেদকাশির পোস্ট অফিস মিলনায়তনে ও দক্ষিণ বেদকাশির গোলখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ। মূল কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন এসডিআরআর প্রকল্পের পিও মো. নিজাম উদ্দিন। এ সময় ইউপি সদস্য আ. সবুর মিস্ত্রি, মো. রেজাউল করিমসহ দুটি ইউনিয়নের ৭৫ জন প্রশিক্ষনার্থী সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন। দলীয় কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বিষয় প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করা হয় যা আগামীতে পানির অপসন রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হবে।