ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে স্থানীয় ও রোহিঙ্গাদের খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন

কক্সবাজারে স্থানীয় ও রোহিঙ্গাদের খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন

কক্সবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে কলেরা রোগীর সংখ্যা। যার আলোকে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন। যা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে জেলার ১৩ লাখ ৫৬ হাজার ৫১৪ জন স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন। তারমধ্যে স্থানীয় জনগোষ্ঠী ৪ লাখ ৭ হাজার ৯৯৭ জন ও রোহিঙ্গা ৯ লাখ ৪৮ হাজার ৫১৭ জন। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। গতকাল বৃহস্পতিবার জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া উপজেলার সব ইউনিয়ন, টেকনাফ উপজেলার হোয়াইকং ও হ্নীলা ইউনিয়ন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পুরাতন ২ ও ৩নং ওয়ার্ড এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পুরাতন ১নং ওয়ার্ডের এক বছরের অধিক বয়সী সব জনগোষ্ঠীকে এক ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। তার মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২৭৩টি টিমে কাজ করবে ৭৪৪ জন স্বেচ্ছাসেবক। তারা প্রতিদিন কমপক্ষে ৩০০ জনকে টিকা খাওয়াবে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৬০৫টি টিমের ৩২১০ জন স্বেচ্ছাসেবক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত