ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

শিক্ষিকা পেটানোর ঘটনায় সহকর্মীর স্বামী গ্রেপ্তার

শিক্ষিকা পেটানোর ঘটনায় সহকর্মীর স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নলুয়াকান্দি সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষিকা পেটানোর ঘটনায় মোশারফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার নলুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তাড়াশ থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ওই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে সহকর্মী আয়শার স্বামী মোশারফ হোসেনের কথাকাটি হয়। এ সময় টেবিলে রাখা ফাইল দিয়ে ওই শিক্ষিকাকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষিকা মেঝেতে লুটিয়ে পড়লেও ক্ষ্যন্ত হয়নি মোশারফ। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা নিয়ে এলাকায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে ওইদিন রাতেই শিক্ষিকা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ প্রাথমিক তদন্ত শেষে গত শনিবার মধ্যরাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত