ভারত থেকে আনা ৪ গরু জব্দ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে আনা ৪ গরু আটক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাইপথে আনা ৪টি গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার মাঠ থেকে গরুগুলো জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, পানিহাতা সীমান্ত পথে একদল চোরাকারবারী চোরাই পধে অবৈধভাবে ভারতীয় গরু আনছে, এমন সংবাদে পানিহাতা এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চায়না মোড় থেকে পূর্ব দিকের মাঠে গরু রেখে পালিয়ে যায়।