কৃষক প্রশিক্ষণ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
গতকাল রোববার বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ হলরুমে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান।