পাবিপ্রবি’র প্রথম আইসিই অ্যালামনাই রিইউনিয়ন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘প্রথম আইসিই অ্যালামনাই রিইউনিয়ন অ্যান্ড আইসিই ফিয়েস্তা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল

শনিবার (বর্ণিল আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল হোসেন জানান, প্রথম আইসিই অ্যালামনাই রিইউনিয়ন উপলক্ষ্যে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বর্ণিল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে পাবিপ্রবি’র কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ। দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন। এছাড়া বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।