জেলবন্দি বিডিআরদের মুক্তি ও পুনর্বহাল দাবি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআরদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের ৩ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে ভুক্তভোগী বিডিআর সদস্যরা। গতকাল শহরের দয়াময়ী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ। বিডিআরের সাবেক সিপাহী মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক সিপাহী খোরশেদ আলম, সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, নায়েক আনোয়ার হোসেন, নায়েক আশরাফুজ্জামান, সাবেক সিপাহী মোতালেব হোসেন প্রমুখ।