এসআইকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার দুই

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোণা প্রতিনিধি

গ্রেপ্তাররা হলেন- জেলার দুর্গাপুর উপজেলা শহরের উকিলপাড়া মহল্লার শমসের আলী খাঁর ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে বাকী বিল্লাহ।

গত শনিবার দুর্গাপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশের পিবিআয়ের সদস্যরা। নিহত শফিকুল ইসলাম (৪৮) দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জামালপুর পুলিশে এসআই পদে কর্মরত ছিলেন তিনি। তাকে গত ৯ জানুয়ারি রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামলার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোণা পিবিআইয়ের ইন্সপেক্টর ইমদাদুল বাশার রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ময়মনসিংহ ও নেত্রকোণা পিবিআইয়ের পক্ষ হতে যৌথ অভিযান পরিচালনা করে অপূর্ব ও বাকী বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে দুর্গাপুর পৌর-শহরের বাগিচাপাড়া এলাকায় দুর্বৃত্ততের হামলার শিকার হন তিনি। একইদিন রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

ঘটনার ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শফিকুল ইসলাম পানমহাল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার ওপর রামদা দিয়ে হামলা করছে দুর্বৃত্তরা। গ্রেপ্তার অপূর্ব টিভি-ফ্রিজ ও বাকী বিল্লাহ মোটরসাইকেল মেরামতের কারিগর। দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ফুটেজসহ অন্যান্য বিষয়াদি মাথায় রেখে তদন্ত পরিচালনা করা হচ্ছে।