অ্যাম্বুলেন্স চালক আটক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিম্মি করে লাঞ্ছিত করার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনকে আটক করেছে পুলিশ।
গতকাল ঝালকাঠি সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেন হাসপাতালে আউট সোর্সিংয়ের কাজ করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, অনিয়মের অভিযোগে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়। গতকাল রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শামীম আহম্মেদ এক চিঠিতে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনকে গত দুই মাসের রোগী পরিবহনের টাকা হাসপাতালের হিসাব বিভাগে জমা দিতে নির্দেশ প্রদান করেন।
একই চিঠিতে অবৈধভাবে শাহাদাতের দখলে রাখা হাসপাতালের কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেন হাতে লাঠি নিয়ে তত্ত্বাবধায়ক মো. শামীম আহম্মেদকে হাসপাতালের সভাকক্ষে নিয়ে তালাবদ্ধ করে লাঞ্ছিত করে। ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অ্যাম্বুলেন্স চালক শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।