তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

উপজেলা প্রশাসনে আয়োজনে গতকাল কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। দুই পর্বে অনুষ্ঠিত খেলায় সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদ আচমিতা ইউনিয়ন পরিষদকে ২-১ ও বনগ্রাম ইউনিয়ন পরিষদ চান্দপুর ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উসমান গনি, সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাশিদ প্রমুখ।