ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বায়োফর্টিফাইড জিংক ধানের চাষ সম্প্রসারণে কর্মশালা

বায়োফর্টিফাইড জিংক ধানের চাষ সম্প্রসারণে কর্মশালা

গতকাল সোমবার রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কনফেরেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় আরডিআর এস বাংলাদেশে রংপুরের টিম লিডার ড. একেএম সালাহ উদ্দিনের, সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) উপ-পরিচালক রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক, উপ-পরিচালক (বীজ বিপণন) মাসুদ সুলতান। এতে বক্তব্য রাখেন হার্ভেস্টপ্লাস বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল আমিন, প্রজেক্ট ম্যানেজার-হার্ভেস্টপ্লাস বাংলাদেশ শাহিনুর কবির ও বিজনেস কনসালটেন্ট সালেহ শিহাব উদ্দিন এবং আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. রাশিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বীজ প্রত্যায়ন অফিসার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, ব্রি রংপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও সব উপজেলার কৃষি কর্মকর্তারা, কোম্পানি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, কৃষি উদ্দোক্তা, নারী নেত্রী, সাংবাদিকসহ অন্যান্য। দিনব্যাপী কর্মশালায় কিভাবে পুষ্টি সমৃদ্ধ জিংক ধানের চাষাবাদ বাড়ানো যায় এবং ভোক্তা পর্যায়ে জিংক চাল সরবরাহ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়। সব অংশগ্রহণকারী গন নিজেদের দিক থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং এ ধরনের কার্যক্রমের জন্য হারভেস্টপ্লাসকে ধন্যবাদ দেন। জিংক ধান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়ে খুবই আনন্দিত হন এবং জিংক ধানের চাষাবাদ বৃদ্ধিতে সহযোগিতা করবেন বলে অভিমত প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত