নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরীর খানপুরে বিআরটিসি ডিপোর হল রুমে বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পেশাদার চালকদের আধুনিক ড্রাইভিং কৌশল, সড়ক নিরাপত্তা আইন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ বিষয়ে সচেতন করে তোলা। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, গাড়ি চালকদের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি তাদের সড়ক নিরাপত্তা আইন, যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও থাকতে হবে। একজন দক্ষ চালক কেবল নিজের নিরাপত্তাই নিশ্চিত করেন না। তিনি সড়কে চলাচলকারী সবার নিরাপত্তায় ভূমিকা রাখেন। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সড়ক ব্যবস্থাকে আরো নিরাপদ এবং সুশৃঙ্খল করবে।