প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকট যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি বলেন, রেড ক্রিসেন্টের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট হাসপাতালের নেতৃত্বে ছিলাম। ভঙ্গুর এই প্রতিষ্ঠানটিকে আমি নিজের পায়ে শক্তিশালী করে দাঁড় করিয়েছিলাম। ইনশাল্লাহ আমার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টকে মানবিক সেবায় আরো বেশি বেগবান করব। রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম প্রতিটি দুর্যোগকালীন মুহূর্তে অনুপ্রেরণার প্রতীক। তাদের সহযোগিতা ও দায়িত্বশীলতা আমাদের সমাজে মানবিকতার পরিচায়ক। আমরা তাদের এই মহান কার্যক্রমের প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, মানুষের জন্য কাজ করতে হলে কেবল সেবা মনোভাব থাকলেই যথেষ্ট নয়, এর সঙ্গে প্রয়োজন সাহস, সততা এবং দক্ষতা। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সেই গুণাবলীর চমৎকার উদাহরণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের কার্যক্রমে সবসময় সহযোগিতা করবে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের প্রত্যেকের ওপর একটি গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আশা করছি, আপনারা প্রত্যেকে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরো সুসংহত করবেন। রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের সবার। একে আরো শক্তিশালী করতে হলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। একত্রে কাজ করলে আমরা দুর্যোগের ক্ষতি কমিয়ে এনে একটি সুরক্ষিত ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব। সভায় নতুন কমিটি চট্টগ্রামের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া দেয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং আধুনিক সরঞ্জামের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে, দুর্যোগ পূর্বাভাসে প্রযুক্তিগত উন্নয়ন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়। সভায় আরো উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান এমএ সালাম, সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, সদস্য ডা. রাকিব উল্লাহ, এইচএম সালাহউদ্দিন, নিজাম উল আলম খান, মো. মেহেদী হাসান রায়হান, মোহাম্মাদ জিয়াউল হক, সালাহ উদ্দিন সাহেদ, আবু ইউসুফ মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মাদ এনামুল হক, যুব প্রধান আ ন ম তামজীদ প্রমুখ।