‘আওয়ামী দোসরদের আশ্রয় দিলে বহিষ্কার’
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, খুনি হাসিনাকে হটিয়ে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। কিন্তু আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ পাইনি। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে চাইলে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, এ জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। গত সোমবার রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলীয়ার ইউনিয়নের ভোঁয়া গ্রামে এ কথা বলেন।
হযরত শাহ্ সুফি সাদেক আলী মুন্সি ওয়ায়েসী (র.) এর ৭৯তম বার্ষিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির এ নেতা। আফরোজা খান বলেন-ফ্যাসিস্ট হাসিনার টানা ১৬ বছরের দুঃশাসনের কথা ভুলে গেলে চলবে না। সেই সময়ের প্রতিটি দিন আমাদের কাছে এক একটি বছরের মতো মনে হয়েছে।
আমাদের সন্তানেরা কেউ ঘরে থাকতে পারেনি। প্রতিটি মা তাদের স্বামী সন্তানের জন্য র্নিঘুম রাত কাটিয়েছেন, অঝোরে কান্নাকাটি করেছেন। দেশ নতুন করে স্বাধীনতার পর এখন প্রতিটি মা তার পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন-দলে যেন কোনো অনুপ্রবেশকারী ডুকতে না পারে। কেউ যদি আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর চেষ্টা করেন, তাহলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের দলে কেউ কেউ আওয়ামী দোসরদের প্রশ্রয় দিচ্ছেন। এমন অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। রিতা বলেন-এখনো আমাদের স্বাধীনতা হরনের চেষ্টা চলছে। আওয়ামী দোসররা সারাদেশে অপকর্ম চালিয়ে আমাদের নেতাকর্মীদের উপর চালিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলকে কলুষিত করা যাবে না।
আমরা যদি বিশ্বাস করি আমরা জিয়া কিংবা তারেক রহমানের সৈনিক, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। ওরসে দিঘুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান হেলালীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জজ কোর্টের পিপি নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।