ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

৬ ভুয়া ডিবি পুলিশ আটক

৬ ভুয়া ডিবি পুলিশ আটক

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া গ্রামে ডিবি পরিচয় দিয়ে আল আমিন নামে এক ব্যবসায়ীকে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি ব্যবসায়ী আল আমিন ও তার স্বজনদের সন্দেহ হলে তারা থানায় জানান। সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ ছয়জনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার। পৌরসভার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজ উদ্দিনের ছেলে আল আমিনের বাসায় ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনা করেন। তাদের আচরণে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হলে পুলিশ গিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন কুরিগ্রাম জেলার ওলিপুর থানার পাচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রফিক, একই উপজেলার চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন, করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রামের মৃত শহিদের ছেলে রবিন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম সাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহা। তাদের বহনকারী মাইক্রোচালক রিপন মিয়াকেও আটক করা হয়েছে। রিপনের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে। কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত