গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে আটক তিন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার মিয়ারহাট বাজারে ওই নারীকে দুইজন পাহারাদারের সহযোগিতায় অন্য পাহারাদার ধর্ষণ করেছে। ঘটনার পর ওই নারী রাতেই পুলিশের কাছে গেলে পুলিশ পাহারাদার তিনজনকে ধরে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসস্ট্যান্ডে নেমে খেয়াযোগে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন। এ সময় বাজারের পাহারাদার তৈয়ব আলী মোল্লা, সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম নামে তিনজন মিলে ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যান। এ সময় তৈয়ব আলী অন্য দুই পাহারাদারের সহযোগিতায় ধর্ষণ করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষণের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে ধর্ষণের বিষয়টি জানায়। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। নেছারাবাদ থানার ওসি বনি আমীন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছে। ঘটনা শুনে ৩ জনকেই ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।