দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গান্ধিমারা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা কার্যালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে, বেলা সোয়া ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মুন্না স্টোর-কে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স ফকির এন্ড সন্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং প্রচারপত্র বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, কালুখালী উপজেলা প্রশাসন, পুলিশ লাইন্স এবং বাজার ব্যবসায়ী বণিক সংগঠনের সদস্যরা। সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।