পিরোজপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা ড. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার জহিরুল আলম, কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন গাছের বংশ বিস্তার, সংরক্ষণ ও পরিবেশের ওপর বন ও গাছের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার পাল, ফিল্ড ইনভেস্টিগেশন অফিসার মিজানুর রহমান। কর্মশালায় পিরোজপুর জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কাঠ ব্যবসায়, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।