ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ড

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ড

কুমিল্লায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মেহরাজ হোসেন তুষার নামে এক আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মেহরাজ হোসেন তুষার জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলী আশরাফের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর আসামি মেহরাজ হোসেন তুষার এক শিশুকে (৫) চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে সে শিশুটির মরদেহ একটি ব্যাগে মুড়িয়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বাড়ির কার্নিশে ফেলে রাখে। এদিন শিশুটিকে খোঁজাখুঁজি করেও না পেয়ে তার পরিবার এলাকায় মাইকিং করে। পরদিন সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই বাড়ি থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুর দাদা আবদুল আজিজ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ১৪ দিন পর আসামি মেহরাজ হোসেন তুষারকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বুধবার আদালতের বিচারক আসামি মেহরাজকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি বদিউল আলম সুজন জানান, আসামি মেহরাজ জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। এ মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। শিশুটির মা জানান, মেয়ে হত্যার বিচারের জন্য ছয় বছর আদালতের বারান্দায় ঘুরেছি। আদালত আসামি মেহরাজের ফাঁসির আদেশ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত