বিনা নোটিশে বহিষ্কারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান।
গত মঙ্গলবার সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।এ সময় তিনি বলেন, জেলা কমিটি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে আমাকে বহিষ্কার করেছে তা সম্পূর্ণ ভাবে মনগড়া। গত শুক্রবার আমি বা আমার কোনো কর্মীই অস্ত্রশস্ত্র লাঠি সোটা নিয়ে মিছিল করেনি। যে অভিযোগ এনে আমাকে অনৈতিকভাবে বহিষ্কার আদেশ দেয়া হয়েছে তা আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য। আমাকে যদি বহিষ্কার করাই হয় তাহলে জেলা কমিটির মিটিং করে রেজুলেশন করে আমাকে বহিষ্কার করা দরকার ছিল। কিন্তু তারা সেটা না করে শুধু আহ্বায়ক ও সদস্য সচিব দুজন মিলে তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে আমাকে বহিষ্কার করেছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী রাফিকুল ইসলাম, ফজলুল বারী সান্টু, আজিমুদ্দিন, শাহজাহান আলী, ফজলুল হক প্রমুখ।