ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

তারুণ্যের ভাবনা পিঠা উৎস

তারুণ্যের ভাবনা পিঠা উৎস

সাতক্ষীরার দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কমিটির আয়োজনে গতকাল বুধবার বিদ্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা হবিবার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- যথাক্রমে দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহম্মেদ, সহকারী ইন্সট্রাক্টর মো. শাহেদুজ্জামান, স্কুলটির পিটিএর সভাপতি রুহুল আমিন ও পিটিএ কমিটির সহ-সভাপতি আহম্মাদ আলী। ইউএনও মো. আসাদুজ্জামান এই ব্যতিক্রমী আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের যে উদ্যোগ সেই উদ্যোগে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

পিঠা উৎসবে ৫টি ক্লাসের মোট ৫টি স্টলের মধ্যে স্কুলের অভিভাবক হোসেন আলীর স্ত্রী জাহানারা খাতুন মোট ৬৫ রকমের পিঠা প্রদর্শন করায় তাকে প্রথম হিসেবে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত