ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার শহরের রেলওয়ে বাইতুল আমিন মসজিদের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের জেলা ও উপজেলার নেতারাসহ বিভিন্ন হোটেলের কর্মচারীরা অংশগ্রহণ করেন।সংগঠনের সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ ও উপদেষ্টা বিল্পব সরকার।