ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘আপু আপনার চেইনটা আমার পছন্দ হয়েছে’

ছিনতাই চক্রের ভয়াবহ রূপ
‘আপু আপনার চেইনটা আমার পছন্দ হয়েছে’

‘আপু আপনার চেইনটা আমার পছন্দ হয়েছে’। এইটি ছোট ভাই, বড় বোনকে আবদার করে বলেননি। বলেছেন, কক্সবাজার শহরের একজন চিহ্নিত ছিনতাইকারী। মধুর সূরে এই কথা বলার মিনিটের মধ্যে ওই নারীর ব্যবহৃত গলার স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করেন ওই যুবক। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় দিনের আলোতে ঘটনাটি ঘটেছে কক্সবাজার শহরের গোল?দিঘীর পাড়ের অনুকূল ঠাকুর মন্দিরের সামনে। ছিনতাইয়ের শিকার ওই নারী কক্সবাজার সদর হাসপাতালের একটি বিভাগে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় ওই নারী বাসা থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন বলে সূত্রে প্রকাশ। একাধিক প্রত্যক্ষদর্শী ও পিন্টু দত্ত নামের এক শিক্ষকের তথ্য মতে, কক্সবাজার শহরের গোলদিঘি পাড় এলাকাটি অত্যান্ত জনবহুল একটি এলাকা। গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠিত ঘটনা সময়ও ওই স্থানে অনেক লোকজনের সমাগম ছিল। পূর্ব থেকে উৎপেতে থাকা ছিনতাই চক্র জনসম্মুখে ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে। এদিকে ঘটনার অনুসন্ধানে নেমে দেখা গেছে, ছিনতাইয়ের শিকার নারীটি অমিতা নাথ। তিনি কক্সবাজার সদর হাসপাতালের একটি বিভাগে সিনিয়র নার্স হিসেবে কর্মরত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এই প্রসঙ্গে যোগাযোগ করা হলে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন সরকার বলেন, কক্সবাজার শহরের ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তা অস্বীকার করার সুযোগ নেই। এমনকি আমার ফাঁড়ির ( শহর পুলিশ ফাঁড়ি) পুলিশ সদস্যও ছিনতাইকারীর কবলে পড়েছে। এবং ছুরিকাঘাতে আহত হয়েছে। তিনি বলেন, কক্সবাজার শহর এলাকাটি অনেক বড়। সেই তুলনায় পুলিশের বাহন, জনবল নেই। তবুও পুলিশ ছিনতাই সহ অপরাধ রোধে কাজ করছে। তার ধারাবাহিকতায় গত কয়েকমাসে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার শহরে কি পরিমাণ ছিনতাইকারী রয়েছে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন সরকার আরো বলেন, আমি নতুন এসেছি। অন্যদিকে ৫ আগস্টের ঘটনায় অনেক নথি পাওয়া যাচ্ছে না। তাই সংখ্যাটি বলা যাচ্ছে না। তবে নতুন করে ছিনতাইকারীর তালিকা প্রস্তুত হচ্ছে বলে দাবি করেন এই কর্মকর্তা। প্রসঙ্গত কিছুদিন ধরে কক্সবাজার শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। গত ১৪ জানুয়ারি দৈনিক আলোকিত বাংলাদেশ এ ‘কক্সবাজারে ২০ স্পটে দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারী’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত