ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইরি রোপণের ব্যস্ততা

ইরি রোপণের ব্যস্ততা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলু আবাদের পরপরই আগাম ইরি-২৯ ধান রোপণে ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা। টঙ্গীবাড়ী উপজেলায় আলুর পাশাপাশি পূর্বে ব্যাপক পরিমাণে ধান রোপণ করা হতো কিন্তু আলুর মূল্য বেশি থাকায় এবার ধান রোপণ একটু কম করা হচ্ছে, তারপরও এবার উপজেলায় ২৫শ ১৭হেক্টর জমিতে ধান আবাদ করার লক্ষ্য মাত্রা রয়েছে যা গত বছরের তুলনায় একটু কম। কৃষক মহিউদ্দিন ঢালী জানান বিগত বছর গুলোতে আলুর মূল্য কম থাকায় আমরা বেশি করে ধান আবাদ করতাম কিন্তু এবার আলুর মূল্য বেশি থাকায় সাড়ে আট ঘন্ডা জমিতে ধান আবাদ করতেছি। আমাদের সব সময় চিন্তায় থাকতে হয় ধানের বিভিন্ন রোগ বালাই নিয়ে কারণ আমরা ধানের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ বালাই হয় যেটা আমরা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা না থাকার কারণে বুঝতে পারি না। ফলে ফলন কম হয়। আগে আমাদের এই জমি গুলোতে ঘণ্ডা প্রতি ৬মণ করে ধান হতো কিন্তু বিগত দিনগুলোতে নিত্য নতুন রোগ বালাই আশায় জমিতে ধানের ফলন কম হচ্ছে ও প্রতি ঘণ্ডায় ৪/৫মণ ধান পাচ্ছি যা বিগত বছর গুলোর তুলনায় অনেকটা কম। আমাদের দাবি- উপজেলা কৃষি কর্মকর্তা যারা ইউনিয়ন ভিত্তিক কাজ করেন তারা যদি বিভিন্ন সময় ঘুরে ঘুরে আমাদের জমি গুলো দেখে সঠিক পরামর্শ দেন তাহলে আমরা অনেক উপকৃত হবো বলে আশাকরি। এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার জানান কৃষক আমাদের নিকট যেকোনো পরামর্শের জন্য সর্বদা যোগাযোগ করতে পারে, আমাদের মোবাইল সর্বদা খোলা থাকে, তাদের জমির যেকোনো সমস্যা আমাদের জানালে আমাদের যারা উপসহকারী আছে কোনো ইউনিয়নে কৃষকের জমিতে আবাদ করা ফসলের কোনো রোগ বালাইয়ের খবর পেলে তাৎক্ষণিক নির্দিষ্ট স্থানে গিয়ে সমস্যা দেখে ঔষধের পরামর্শ দিয়ে থাকেন। এ বছর কত হেক্টর জমিতে ধান আবাদ হচ্ছে জানতে চাওয়া হলে তিনি জানান এখনো পুরোপুরিভাবে আবাদ করা শুরু হয়নি, আলু উঠানোর পরসহ সর্বমোট ২৫১৭ হেক্টর জমিতে ধান আবাদ করা হতে পারে বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত