ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আবু বক্কর পাশের গ্রামে দিন মজুরের কাজ করতে এসে ক্ষেতে কোদাল পাড়ছিলেন। তারপাশে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের তার টানা থাকায় তিনি লাইনটি সরাতে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত