ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিজ্ঞপ্তিতে হাসিনা সরকারের স্লোগান রবির অর্থ পরিচালক বরখাস্ত

বিজ্ঞপ্তিতে হাসিনা সরকারের স্লোগান রবির অর্থ পরিচালক বরখাস্ত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমন স্লোগান সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগে গত বুধবার এক জরুরি সভায় তাকে এ বরখাস্ত করা হয়। রবির প্রোভাইস চ্যাঞ্চেলর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। এ আদেশে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের স্লোগান (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত রবির প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগ পর্যালোচনা করা হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির বিধি ৪ লঙ্ঘিত হয়েছে। এ কারণে রবির অর্থ ও হিসাব দপ্তরের ওই পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়। ওই দিন বিকাল থেকেই এ আদেশ কার্যকর। এরআগে সোমবার ওই স্লোগান সম্বলিত প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রবি। ওই দপ্তরের পরিচালক সাক্ষরিত এ বিজ্ঞপ্তি গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এসএম হাসান তালুকদার সাংবাকিদের বলেন, এ বিষয় নজরে আসার পর ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত