কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কটিয়াদী পৌর সভার বোয়ালিয়া ব্লকে উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলামের ভুইয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।