ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

চাঁদাবাজি ও নানা অভিযোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতিসহ, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে রাঙামাটি জেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকালে এই তথ্য নিশ্চিত করেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। তারা হলেন- বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর উদ্দিন, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, কাচালং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দলীয় সব পদণ্ডপদবী স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীকে পৃথক পত্র এবং অন্য আটজনকে আরেকটি পত্রের মাধ্যমে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছিরকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য করা হয়েছে, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, এসএম শফিউল আজম, আব্দুল কুদ্দুছ। এই কমিটিকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে জেলা বিএনপি বরাবরে তাদের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত