ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দইয়ের কারখানায় আগুন

দইয়ের কারখানায় আগুন

সারিয়াকান্দির সততা দইঘরের কারখানায় শেষরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কারখানার একটি ঘরের আসবাবপত্র মালামালসহ সবকিছু পুড়ে গেছে। স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সততা দই ঘরের মালিক ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে অবস্থিত সততা দই ঘরের কারখানার একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ঘরে রক্ষিত কয়েক মণ চিনি, ঘরের চালা, বেড়াসহ বেশকিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ঘরে রক্ষিত দই ও মিষ্টি নষ্ট হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে সততা দই ঘরের টিনসেড ঘরের বেশকিছু আসবাবপত্র এবং মালামাল ক্ষতিপ্রস্ত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত